কি সেবা কিভাবে পাবেন
• বাংলাদেশের যেকোন প্রান্তে নূন্যতম ১.৫ টাকার পোস্ট কার্ড, ৩ টাকায় খাম এবং ৭ টাকায় রেজিস্ট্রিযোগে চিঠি আদান-প্রদানের ব্যবস্থা আছে ।
• বাংলাদেশের ৬৪ টি জেলাসহ প্রায় সকল উপজেলায় জিইপি(গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট) ইস্যু ও বিলি করার ব্যবস্থা রয়েছে ।
• বানিজ্যিক/রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাল্ক মেইল সফটওয়্যার নিজস্ব অফিস থেকে ব্যবহার করে রাষ্ট্রীয়/ বানিজ্যিক চিঠিপত্র ইস্যুপূর্বক ডিজিটাল পদ্ধতিতে বিলিকৃত তথ্য দেখার সুযোগ রয়েছে ।
• সকল জেলা, উপজেলা, জেলা সদরের টাউন সাব অফিস এবং অন্যান্য উপজেলার সাব অফিসসমূহে এক মিনিটেই ইলেকট্রনিক মানি ট্রান্সফার(ই.এম.টি.এস) ইস্যু ও বিলির ব্যবস্থা রয়েছে, ইএমটিএস এর আওতাভুক্ত অফিস ছাড়া অন্যান্য অফিসসমূহে পেপার বেইজড মানি অর্ডারও সক্রিয় রয়েছে ।
• সকল জেলা উপজেলা এমনকি জেলা সদরের টাউন সাব অফিস এবং অন্যান্য উপজেলার সাব অফিসসহ প্রায় ১৬০০টি পোস্ট অফিসে নগদ টাকা বহনের পরিবর্তে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করা যায় ।
• বিদেশের ৪৩টি দেশে প্রতি কার্টনে সর্বোচ্চ ২০ কেজি পর্যন্ত মালামাল সাশ্রয়ী মূল্যে এক্সপ্রেস মেইল সার্ভিস(ইএমএস) যোগে আদান প্রদান (Inbound-Outbound) করা যায় ।
• সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে বিশ্বের সকল দেশে মালামাল আদান প্রদানের (Inbound-Outbound) জন্য পার্সেল সার্ভিসের সুযোগ রয়েছে ।
• ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার মেট্রোপলিটন এলাকা এবং কুমিল্লা শহরের সর্বোমোট ৯৬ টি পোস্ট অফিসে ই-কমার্স এর সেবা সক্রিয় আছে ।
• রাজস্ব টিকিট, সাধারন ডাকটিকিট, ফিলাটেলি(স্মারক ডাকটিকিট), বাংলাদেশ প্রাইজবন্ডসহ সকল ধরনের পোস্টাল ও নন পোস্টাল স্ট্যাম্পস বিক্রয় করা হয় ।
• ৭২ টি প্রধান ডাকঘর এবং উপজেলা, টাউন সাব অফিস, অন্যান্য সাব অফিসসহ মোট ২০০ টি ডাকঘরে সফটওয়্যার ব্যাবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ডাক দ্রব্যাদি ট্রেস এন্ড ট্রেক এর মাধ্যমে ডাক দ্রব্যাদির অবস্থান জানা যায় ।
• দেশের ৮৫০০ ই-সেন্টারে পাবলিক পরীক্ষার ফলাফল জানা, ভর্তি ফরম পুরণ, চাকুরির আবেদন, ছবি তোলা, ভিডিও কল, ভিসা ভেরিফিকেশনসহ অন্যান্য অনলাইন ভিত্তিক সেবা সক্রিয় রয়েছে ।